কালের স্বাক্ষী বহনকারী পশুর নদীর তীরে গড়ে ওঠা মোংলা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল বুড়িরডাঙ্গা ইউনিয়ন।কাল পরিক্রমায় অাজ বুড়িরডাঙ্গা ইউনিয়ন শিক্ষা,সস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা অাজও সমুজ্জল।
ক) নাম- ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ
খ) ইউনিয়ন স্থাপনকাল- ১৯৮৪ খ্রি:
গ) ইউইনয়নের সীমানা- উত্তরে রামপাল উপেজলা,দক্ষিণে মোংলা বন্দর,পূর্বে মোংলা নদী,পশ্চিমে-পশুর নদী।
ঘ) অায়তন-১৮.৯০ ( বর্গ কি:মি:)
ঙ) লোকসংখ্যা- ১৪,৬২৩ জন (প্রায়)।পুরুষ-৭৩৭৮ জন, মহিলা-৭২৪৫জন।(২০১১ সালের অাদমশুমারীর রিপোর্ট অনুযায়ী)
চ) গ্রামের সংখ্যা- ১১টি
ছ) মৌজার সংখ্যা- ৬টি
জ) হাট/বাজারের সংখ্যা-১টি
ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-বাস,অটোরিক্সা এবং নৌকা/ট্রলার।
ঞ) শিক্ষার হার- ৪১% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি
উচ্চ বিদ্যালয় ৪টি,
কলেজ- ১টি
মাদ্রাসা- ২টি।
ট) দায়িত্বরত চেয়ারম্যান – নিখিল চন্দ্র রায়
ঠ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ড) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঢ) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৭-০৫-২০১৬ খ্রি:
২) প্রথম সভার তারিখ – ১১-০৫-২০১৬ খ্রি:
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ণ) গ্রাম সমূহের নাম –
বুড়িরডাঙ্গা দিগরাজ বিদ্যারবাহন
শেলাবুনিয়া মৈদাড়া চেচানেরকুল
কাপালিরমেঠ সানবান্ধা বৈরাগীখালী
ভাটারাবাদ দোয়ানেরকুল
ত) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS